রাত ২ঃ৩৫.. ম্যাসেঞ্জারে বন্ধুর নক...!! কি রে এবছর শুটকি খাওয়াবি না...??? তোর খালাম্মা বলে দেখ তো ছেলেটারে জিজ্ঞেস করে নতুন শুটকি আসছে কি না...!! আমার তো শুটকি প্রায় শেষ.... বন্ধু ইউ এস থাকে স্বপরিবারে... আর আমার দায়িত্ব প্রতি বছর সিজনে (শুটকি মৌসুমে) সারা বছরের জন্য শুটকি দিয়ে দেওয়া...
। আল্লাহর রহমতে বেশ কয়েকবছর ধরেই নিষ্টার সাথে দায়িত্ব পালন করছি। এবারো তার ব্যতিক্রম নয়। তাই আজকের ডেলিভারির অধিকাংশ ই বন্ধুর জন্য যা সুদুর ইউ এস যাবে... ইন শা আল্লাহ। বাদবাকি গুলো ও আমাদের নিয়মিত গ্রাহকদের কাছেই যাচ্ছে। যার মধ্যে একজন বন্ধু প্লাস পুলিশ কর্মকর্তা আরেকজন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মকর্তা যিনি গতকাল আজকে মিলে ২৪ ঘন্টায় ২ বার নিয়েছেন আমাদের শুটকি। আলহামদুলিল্লাহ..
বালাচাও যাচ্ছে সদুর ইটালি এবং রাজধানী ও চট্টগ্রামের এদিক-ওদিক...
গুনে, মানে সেরাটাই দিবো এই আমাদের অংগীকার তাই নিশ্চিন্তে আস্থা রাখুন রাঙাবালীতে….....
#রাঙাবালীট্রেডার্স ১০০% বিশুদ্ধ শুটকি..